শিক্ষাই আলোর পথ, জ্ঞানে গড়ি সুন্দর ভবিষ্যৎ।
  • |

J.S Grammar High School

জে,এস গ্রামার হাই স্কুল

স্থাপিতঃ ২০০১ খ্রি.
প্রধান শিক্ষিকা

জে,এস গ্রামার হাই স্কুল অত্র এলাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলটি প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র এলাকার শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। এ স্কুলের  শিক্ষার্থী বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত এবং গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের বিভিন্ন পদে কর্মরত আছে। স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন পরিক্ষায়  চমৎকার ফলাফল করছে। সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ  স্কুলের  সুনাম অর্জনে সর্বাত্মক চেষ্টা করছেন। আমি স্কুলটির সার্বিক কল্যাণ কামনা করি। 

সিদ্দিকা হোসেন

প্রধান শিক্ষিকা 

মোবাইলঃ +৮৮ ০১৯১০১১০১৪৩

ইমেইলঃ jsgrammarschool@gmail.com